Posts

Showing posts from April, 2021

রচনা বলতে কি বুঝায়? রচনার অর্থ কি? প্রবন্ধ বা রচনা কী?

'রচনা বলতে গেলে ভাবের সাথে ভাব প্রকাশের উপায় দুটোকে সম্মিলিতভাবে বুঝায়; কিন্তু বিশেষ করে উপায়টাই লেখকের।' -রবীন্দ্রনাথ। রচনা :  রচনা এক প্রকার শিল্পকর্ম। ছবি-আঁকা, গান-গাওয়া, নির্মাণ— এগুলো শিল্পকর্ম। ছবি আঁকতে গেলে রং ও রেখার দরকার; কিন্তু রং ও রেখাই ছবি নয়— তার অতিরিক্ত কিছু। ছবি আঁকার পূর্বে তোমাকে মনে মনে ভেবে নিতে হয়, তুমি কি আঁকবে। রঙে ও রেখায় আঁকার পূর্বেই তোমার মনে সে ছবি আঁকা হয়ে যায়। তেমনি গান গাইতে গেলে কথা ও সুরের দরকার; কিন্তু গান হল কথা ও সুরের অতিরিক্ত জিনিস। মূর্তি নির্মাণ করতে গেলে পাথর কিংবা বাশ, খড়, দড়ি, মাটির দরকার; কিন্তু মূর্তি হল তাদের অতিরিক্ত কিছু— পাথর কিংবা বাঁশ, খড়, দড়ি, মাটি মূর্তি নয়। রচনাও তেমনি বাক্য, তথ্য বা ঘটনার বিবরণ মাত্র নয়; এদের অতিরিক্ত অন্য কিছু। শিল্পকাজে যেমন পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতা দরকার, রচনা-কর্মেও তেমনি দরকার পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতা। ‘রচনা’র অর্থ :  ‘রচনা’ কথাটির অর্থ ‘বিন্যাস’ বা ‘সৃষ্টি’। বিন্যাস বলতে একটি নির্দিষ্ট ছাঁচে সাজিয়ে একটি সুন্দর কিছু গড়ে তোলা বোঝায়। যেমন— ফুলের তোড়...