সপ্তম শ্রেণির বিজ্ঞান : শক্তির ব্যবহার
প্রশ্ন-১। শক্তি কী?
উত্তর : কাজ করার সামর্থ্য হলো শক্তি।
প্রশ্ন-২। শক্তির একক কী?
উত্তর : শক্তির একক জুল।
প্রশ্ন-৩। শক্তির প্রধান উৎস কী?
উত্তর : শক্তির প্রধান উৎস সূর্য।
প্রশ্ন-৪। ক্ষমতা কী?
উত্তর : কাজ করার হারকে ক্ষমতা বলে।
প্রশ্ন-৫। ক্ষমতার একক কী?
উত্তর : ক্ষমতার একক জুল/সেকেন্ড বা ওয়াট।
প্রশ্ন-৬। কাজ কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করার ফলে উক্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হলেই তাকে কাজ বলে।
প্রশ্ন-৭। কাজের একক কী?
উত্তর : কাজের একক জুল।
প্রশ্ন-৮। তাপশক্তি কী?
উত্তর : শক্তির যে রূপ আমাদের গরম বা ঠাণ্ডার অনুভূতি জাগায় তাই তাপশক্তি।
প্রশ্ন-৯। গতিশক্তি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, তা-ই ওই বস্তুর গতিশক্তি।
প্রশ্ন-১০। আলোকশক্তি কাকে বলে?
উত্তর : কোনো আলোক উৎস থেকে প্রাপ্ত বিকীর্ণ আলো থেকে যে শক্তি পাওয়া যায়, তাকে আলোকশক্তি বলে।
প্রশ্ন-১১। রাসায়নিক শক্তি কী?
উত্তর : খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তা-ই রাসায়নিক শক্তি।
প্রশ্ন-১২। নবায়নযোগ্য শক্তি কী?
উত্তর : যে শক্তির উৎস অফুরন্ত অর্থাৎ বারবার ব্যবহার করা যায় তাই নবায়নযোগ্য শক্তি।
প্রশ্ন-১৩। অনবায়নযোগ্য শক্তি কী?
উত্তর : যে শক্তি একবার ব্যবহার করলে তা থেকে আর শক্তি উৎপন্ন হয় না, তা-ই অনবায়নযোগ্য শক্তি।
প্রশ্ন-১৪। সূর্য থেকে সরাসরি আমরা কোন দুটি শক্তি পাই?
উত্তর : তাপ ও আলোক শক্তি।
প্রশ্ন-১৫। শক্তির সংরক্ষণশীলতা কী?
উত্তর : বিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না; অর্থাৎ এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তিই আছে।
প্রশ্ন-১৬। অনুনাদের সময় শব্দশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর : অনুনাদের সময় শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্ন-১৭। বায়োগ্যাস কী?
উত্তর : গরু, ছাগল, ঘোড়া ও মহিষের বিষ্ঠার সঙ্গে কিছু গাছপালা ও লতাপাতা মিশিয়ে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই বায়োগ্যাস।
প্রশ্ন-১৮। বিজ্ঞানের ভাষায় কাজ কী?
উত্তর : বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল।
প্রশ্ন-১৯। কাজের সঙ্গে সম্পর্কিত বিষয় দুটি কী?
উত্তর : কাজের সঙ্গে সম্পর্কিত বিষয় দুটি হলো বল ও সরণ।
প্রশ্ন-২০। শক্তির রূপান্তর কী?
উত্তর : শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনই শক্তির রূপান্তর।
প্রশ্ন-২১। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে?
উত্তর : অনবায়নযোগ্য জ্বালানির দহনে কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ে। ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। একে গ্লোবাল ওয়ার্মিং বলে।
প্রশ্ন-২২। জীবাশ্ম জ্বালানি কী?
উত্তর : শক্তির অতি পরিচিত উৎস কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসই জীবাশ্ম জ্বালানি।
Comments
Post a Comment