ফ্লোচার্ট (Flowchart) কাকে বলে? ফ্লোচার্ট কত প্রকার ও কি কি?
যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয়, তাকে ফ্লোচার্ট বা প্রবাহচিত্র বলে। ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্ররূপ। অ্যালগরিদমের ধাপ চিত্র আকারে তুলে ধরাই হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট হলো কতকগুলো ছবি বা চিত্র, যা থেকে সমস্যা সমাধান করতে হলে পর পর কীভাবে অগ্রসর হতে হয় তা বুঝা যায়। ফ্লোচার্ট দেখেই বুঝা যায় প্রোগ্রামের ধাপগুলো কীভাবে বিন্যস্ত ও প্রবাহিত হচ্ছে। ছোট ছোট প্রোগ্রামের ক্ষেত্রে ফ্লোচার্টের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি প্রোগ্রামটি অনেক বড় হয় তবে অবশ্যই ফ্লোচার্ট অঙ্কন করতে হয়। এতে ফ্লোচার্ট থেকে প্রোগ্রাম রচনা সহজ হয়।
ফ্লোচার্টের প্রকারভেদ
ফ্লোচার্ট দুই প্রকার। যথা–
(i) প্রোগ্রাম ফ্লোচার্ট (Program flow chart)
(ii) সিস্টেম ফ্লোচার্ট (System flow chart)
ফ্লোচার্ট আকার নিয়ম
নিচে ফ্লোচার্ট আকার জন্যে প্রয়ােজনীয় নিয়মগুলো দেওয়া হল–
- ফ্লোচার্টের প্রবাহ উপর থেকে নিচে অথবা ডান থেকে বাম দিকে হবে।
- প্রবাহ রেখা দ্বারা কোন চিহ্নের পর কোন চিহ্নের কাজ হবে তা নির্দেশ করতে হবে।
- চিহ্ন ছােট বড় হলে সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট আকৃতি ঠিক থাকতে হবে।
- ফ্লোচার্টের নাম, রচয়িতার নাম এবং তারিখ থাকতে হবে।
- যতদুর সম্ভব রেখার ছেদ কম হওয়া ভাল।
- সংযােগ রেখা বেশি হয়ে গেলে রেখার পরিবর্তে সংযােগ প্রতীক ব্যাবহার করা ভাল।
- প্রয়ােজন অনুযায়ী চিহ্নের সাথে মন্তব্যও দেওয়া যেতে পারে।
আপনি যদি কিছু ফ্লোচার্ট তৈরি করার চেষ্টা করেন, তাহলে এই AI টুলটি ব্যবহার করে দেখতে পারেন। এটি ব্যবহার করা সহজ এবং আপনার ডিজাইন আরও দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন হবে।
ReplyDelete