নবম-দশম শ্রেণির রসায়ন ষষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর

মোলার আয়তন কাকে বলে?

উত্তরঃ এক মোল পরিমাণ কোন গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।


মোলারিটি কী?

উত্তরঃ স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাই হলো ঐ দ্রবণের মোলারিটি।


আণবিক সংকেত কাকে বলে?

উত্তরঃ কোনো যৌগের অণুতে কোন কোন মৌল আছে এবং প্রতিটি মৌলের পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা কত তার সংক্ষিপ্ত প্রকাশকে ঐ যৌগের আণবিক সংকেত বলে। যেমন- বেনজিনের আণবিক সংকেত (C₆H₆), গ্লুকোজের আণবিক সংকেত = (C₆H₁₂O₆) । আণবিক সংকেত = (স্থুল সংকেত)n ( যেখানে , n=1,2,3……. ইত্যাদি)।


জারক ও বিজারকের মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ জারক ও বিজারকের মধ্যে দুটি পার্থক্য তুলে ধরা হলো–

১. যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাদের জারক বলে। অন্যদিকে, যেসব পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তাদের বিজারক বলে।

২. জারকের জারণ সংখ্যা হ্রাস পেলেও বিজারকের জারণ সংখ্যা বৃদ্ধি পায়।

Comments

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর