ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল যা বস্তুটিকে নির্দিষ্ট দিকে আকর্ষণ করে। অর্থাৎ ওজন হচ্ছে ভেক্টর রাশি। অপরদিকে ভর হচ্ছে বস্তুতে মোট পদার্থের পরিমাণ। যার কোনো দিক নেই, তাই ভর স্কেলার রাশি।
অতএব, বলা যায় যে ওজন ও ভর একই ধরনের রাশি নয়।

Comments

  1. Replies
    1. ব্যাখ্যা তো দেন, ওজন কিভাবে ভেক্টর রাশি!!🙏🏻

      Delete
    2. যেসকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়,তাদের ভেক্টর রাশি বলে। ওজন ভেক্টর রাশি কারণ এর নির্দিষ্ট মান আছে (9.8m/s2) আর দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে।

      Delete

Post a Comment

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর