কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি?

কম্পিউটার ভাইরাস হল কম্পিউটারের এক ধরনের প্রোগ্রাম যা ব্যবহারকারির অনুমতি বা ধারনা ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এবং ক্ষতিসাধন করতে পারে।


কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ

কম্পিউটার ভাইরাস দুই প্রকার। যথা–

  1. নিবাসী ভাইরাস (Resident Virus)
  2. অনিবাসী ভাইরাস (Non-Resident Virus)।

১. নিবাসী ভাইরাস : নিবাসী ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা সক্রিয় হয়ে ওঠার পর মেমোরিতে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেই প্রোগ্রামকে সংক্রমিত করে।

২. অনিবাসী ভাইরাস : অনিবাসী ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা সক্রিয় হয়ে ওঠার পর, অন্যান্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে, সংক্রমণ করার পর মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিস্ক্রিয় হয়ে যায়।


কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার মাধ্যম ও প্রতিরোধের উপায়।

ভাইরাস নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিম্নলিখিত কারণে সংক্রমিত হতে পারে। যথা–

  • ফ্লপি ডিস্ক, হার্ডডিস্ক বা অন্য কোনো ডিস্কের মাধ্যমে প্রোগ্রাম বা ডেটা আদান-প্রদান হলে।
  • পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে।
  • নেটওয়ার্ক (ইন্টারনেট বা ই-মেইল ইত্যাদি) কম্পিউটার-এর ক্ষেত্রে এক কম্পিউটার এর সাথে অন্য কম্পিউটারের সংযোগের কারণে।


প্রতিরোধের জন্য কিছু সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করলে ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যায় :

  • অধিকাংশ ক্ষেত্রে সংক্রমিত প্রোগ্রাম কপি করার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই কপি করার আগে এটি সংক্রমিত কিনা পরীক্ষা করা দরকার।
  • পাইরেটেড বা কপি সফটওয়্যারের মাধ্যমেও ভাইরাস ছড়ায়। তাই অরিজিনাল প্রোগ্রাম ব্যবহার করলে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।
  • ইন্টারনেটের ফাইল বা ই-মেইল গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
  • এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা এবং সবসময় আপডেট ভার্সন ব্যবহার করা।
  • সবাইকে ভাইরাস প্রতিরোধে উদ্বুদ্ধ করা।

Comments

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর