ই-গভর্ন্যান্স বলতে কি বুঝ? বাংলাদেশে ই-গভর্ন্যান্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

দেশের শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল সিস্টেমের প্রয়োগই হচ্ছে ই-গভর্ন্যান্স। বাংলাদেশের সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ই-গভর্ন্যান্স অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা নিচে তুলে ধরা হলো–

  • আগে যেকোনো সরকারি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাত দিন পরেও দূরবর্তী গ্রামে থাকা শিক্ষার্থীরা তা জানতে পারতো না। কিন্তু এখন ফল প্রকাশের সাথে সাথে ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে তা সবাই জানতে পারে সহজেই।
  • ই-গভর্ন্যান্স এর জন্য বর্তমানে যে কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ভর্তির আবেদন না করে শিক্ষার্থীরা ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারছে।
  • জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা অল্প সময়ে, কম খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়া সম্ভব হচ্ছে।
  • বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল অনলাইনে ও মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে।
  • ই-গভর্ন্যান্স চালুর ফলে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পাচ্ছে, কর্মীদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।

Comments

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর