২ এর পরিপূরক কি? ২-এর পরিপূরক গঠনের প্রয়ােজনীয়তা

কোন বাইনারি সংখ্যার ১ এর পূরকের সাথে ১ যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে উক্ত বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক বলে।

২-এর পরিপূরক গঠনের প্রয়ােজনীয়তা :
২-এর পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক সরল বর্তনী প্রয়ােজন। সরল বর্তনী দামে সস্তা এবং দ্রুতগতিতে কাজ করে। ২-এর পরিপূরক গঠনে যােগ ও বিয়ােগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। তাই আধুনিক কমপিউটারে ২-এর পরিপূরক গঠনের প্রয়ােজনীয়তা অপরিসীম।

Comments

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?