এলইডি (LED) কাকে বলে? এর বৈশিষ্ট্য ও ব্যবহার

লাইট ইমিটিং ডায়োডকে সংক্ষেপে এলইডি বলে। ফরোয়ার্ড বায়াসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে এটি হতে আলোকরশ্মি নির্গত হয়।

এলইডি এর বৈশিষ্ট্য
(i) দ্রুত অন-অফ সুইচিং হয়।
(ii) এটি দীর্ঘায়ু হয়।
(iii) ভোল্টেজ খরচ কম হয়।
(iv) ইনফ্রায়েড আলো পাওয়ার জন্য গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করা হয়।

এলইডি এর ব্যবহার
নিচে এলইডি এর তুলে ধরা হলো:
(ক) ডিকেইড ইন্সট্রুমেন্টে ডিজিটাল ডিসপ্লে করার জন্য।
(খ) ডিজিটাল ঘড়িতে।
(গ) কম্পিউটারে।
(ঘ) যে সমস্ত কৌশলে অদৃশ্য আলোক ব্যবহৃত হয় তাতে।
(ঙ) বার্গলার অ্যালার্ম সিস্টেমে LED ব্যবহার করা হয়।
(চ) ইমেজ সেনসিং সার্কিটে পিকচার ফোন হিসাবে।
(ছ) অপটিক্যাল কম্যুনিকেশন সার্কিটে সিলিকা ফাইবার অপটিক্যাল ক্যাবলে LED ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর