অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। ২০-৩০% অটিস্টিক শিশুর বুদ্ধিবৃত্তীয় অক্ষমতা থাকে না- এ ধরনের অটিজমকে কী বলা হয়?
উত্তর : অ্যাসপারগার সিনড্রোম।
প্রশ্ন-২। বুদ্ধাংককে সংক্ষেপে কী বলা হয়?
উত্তর : আইকিউ (IQ)
প্রশ্ন-৩। প্রতিভাবান শিশুদের আইকিউ (IQ) কত?
উত্তর : ১৩০-এর ওপর।
প্রশ্ন-৪। প্রতিভাবান শিশুরা নিজের ক্লাসের চেয়ে কয় ক্লাসের ওপরের পড়া বুঝতে পারে?
উত্তর : ২-৩ ক্লাস।
প্রশ্ন-৫। কোন শিশুদের চিন্তাগুলোতে নিজস্বতা বেশি থাকে?
উত্তর : প্রতিভাবান শিশু।
প্রশ্ন-৬। কত বছর বয়সের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়?
উত্তর : প্রায় দেড় থেকে তিন বছর।
প্রশ্ন-৭। শিশু বিকাশের কয়টি ক্ষেত্রে অটিজম প্রভাব ফেলে?
উত্তর : ৩টি।
প্রশ্ন-৮। অটিজম শিশুর ক্ষেত্রে মেয়ে ও ছেলেশিশুর অনুপাত কত?
উত্তর : ১ : ৪।
প্রশ্ন-৯। কত তারিখে অটিস্টিক সচেতনতা দিবস পালন করা হয়?
উত্তর : ২ এপ্রিল।
প্রশ্ন-১০। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কাকে বলে?
উত্তরঃ যেসব শিশু শারীরিক, মানসিক ও বুদ্ধিগত দিক থেকে সমাজের অন্যান্য সাধারণ শিশু থেকে আলাদা এবং তাদের জন্য বিশেষ শিক্ষা, যত্ন ও পরিচর্যার দরকার হয় তাদেরকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হলো– প্রতিবন্ধী, অটিস্টিক ও প্রতিভাবান শিশু।
প্রশ্ন-১১। বুদ্ধাঙ্ক কী? ব্যাখ্যা করো।
উত্তরঃ বুদ্ধি পরিমাপের কিছু পদ্ধতি আছে যা দ্বারা শিশুর শারীরিক বয়সের তুলনায় মানসিক বয়স পরিমাপ করা হয়। বুদ্ধি পরিমাপের একককে বলা হয় বুদ্ধাঙ্ক বা Intelligence quotient সংক্ষেপে IQ।
প্রশ্ন-১২। অটিস্টিক শিশু বলতে কী বোঝো ব্যাখ্যা করো।
উত্তর : বুদ্ধিবৃত্তীয় ও আচরণগত সীমাবদ্ধতার শিশুদের অটিস্টিক শিশু বলা হয়। যেমন- বাকশক্তি স্বাভাবিক হওয়া সত্ত্বেও কোনো কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারে না। তাকে নাম ধরে ডাকলে বুঝতে পারে না বা সাড়া দেয় না।
প্রশ্ন-১৩। অটিস্টিক শিশুরা কী কী করে?
উত্তর: অন্য শিশুদের ব্যাপারে অটিস্টিক শিশুদের আগ্রহ থাকে না। কে কী করছে তা নিয়ে কৌতূহল থাকে না। অন্যের আচরণও বুঝতে পারে না।
যেমন- নতুন খেলনা পেলে স্বাভাবিক শিশুরা উচ্ছ্বসিত হয়, অন্যকে দেখায়, অন্যকে সঙ্গে নিয়ে খেলে। কিন্তু অটিস্টিক শিশু খেলনার প্রতি আগ্রহ থাকলেও সেটা নিয়ে উচ্ছ্বাস থাকে না, অন্যদের সঙ্গে অংশগ্রহণ করে সেই খেলনাটি নিয়ে খেলে না।
প্রশ্ন-১৪। অটিস্টিক শিশুদের ক্ষেত্রে যোগাযোগের সীমাবদ্ধ কেমন- ব্যাখ্যা করো।
উত্তর : দুই-তিন বছর বয়সে শিশু যেসব শব্দ উচ্চারণ করতে পারে, অটিস্টিক শিশুরা তা পারে না। অনেক সময় ৩-৫ বছর বয়সেও ২-৩ শব্দের বেশি দিয়ে বাক্য বলতে পারে না।
কোনো ছড়া অল্প কিছু শব্দ দিয়ে বলে। যেমন- আয় চাঁদ টিপ যা- বাক্যাংশ বারবার উচ্চারণ করে। নিজের চাহিদার কথা ভিন্নভাবে বলে। যেমন- নিজের নাম আসিফ হলে বলে, 'আসিফ খাবে' ইত্যাদি।
প্রশ্ন-১৫। প্রতিভাবান শিশুরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মধ্যে পড়ে কেন- ব্যাখ্যা করো।
উত্তর : শিশুর মধ্যে যখন বিভিন্ন দক্ষতা ও গুণাবলির সমন্বয় ঘটে তখন তারা প্রতিভাবান শিশু। এরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মধ্যে পড়ে। কারণ বিশেষ ধরনের পরিবেশ বা সুযোগ দেওয়া না হলে তাদের প্রতিভার সর্বোচ্চ বিকাশ হয় না।
Comments
Post a Comment