পদার্থবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

ব্যতিচার কাকে বলে?

উত্তরঃ দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গদৈর্ঘ্য এবং সমান বা প্রায় সমান বিস্তারবিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায় আবার কোনো বিন্দুর তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোনো তলে পরপর আলোকোজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে।


ব্যতিচারের শর্ত কী কী?

উত্তরঃ ব্যতিচারের শর্ত হলো-

১। আলোর উৎস দুটি সুসঙ্গত হতে হবে।

২। যে দুটি তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে।

৩। উৎসগুলো খুব কাছাকাছি অবস্থিত হতে হবে।

৪। উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে।


ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে?

উত্তরঃ একটি তরঙ্গ যখন অন্য একটি তরঙ্গের ওপর আপতিত হয়ে ব্যতিচার ঘটায় তখন কোনো স্থানে তরঙ্গদ্বয় পরস্পর বিপরীত দশায় মিলিত হলে ঐ স্থানে লব্ধি তরঙ্গের বিস্তার/তীব্রতা সর্বনিম্ন হয়। একে ধ্বংসাত্মক ব্যতিচার বলে।


গঠনমূলক ব্যতিচার কাকে বলে?

উত্তরঃ দুইটি উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গ দৈর্ঘ্য এবং সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুইটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর ঔজ্বল্য বেড়ে গেলে অর্থাৎ আলোক তীব্রতা বৃদ্ধি পেলে তাকে গঠনমূলক ব্যতিচার বলে।


ব্যতিচার ঝালর কী?

উত্তরঃ সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। ফলে কোনো তলে বা পর্দায় অনেকগুলো পরস্পর সমান্তরাল উজ্জল ও অন্ধকার রেখা পাওয়া যায়। এই উজ্জল ও অন্ধকার বা ডোরাগুলোকে আলোকের ব্যতিচার ঝালর বলে।


প্রধান ছেদ কাকে বলে?

উত্তরঃ কোনো কেলাসের সরলাক্ষ বরাবর এবং এর দুই বিপরীত পৃষ্ঠের সমকোণে বিবেচিত তলকে ঐ কেলাসের প্রধান ছেদ বলে।


স্পেকট্রোমিটার কী?

উত্তরঃ বর্ণালী পরীক্ষা ও মৌলিক বর্ণ সমূহের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র হলো স্পেট্রোমিটার।


সমবর্তন কি?

উত্তরঃ কোনো তরঙ্গের কম্পনের উপর যদি এমন শর্ত আরোপ করা হয় যে কম্পন কেবল একটি নির্দিষ্ট দিকে বা তলেই সীমাবদ্ধ থাকে তবে তাকে সমবর্তন বলে।


ব্যতিচার সজ্জা কাকে বলে?

উত্তরঃ একটি পর্দার ওপর ব্যতিচার ঘটানো হলে পর্দায় আলো-আঁধারের একটি সজ্জা পাওয়া যায়। এ সজ্জাকে ব্যতিচার সজ্জা বলে।


ব্রীউস্টার কোণ কাকে বলে?

উত্তরঃ প্রত্যেক প্রতিফলকের ক্ষেত্রে একটি বিশেষ কোণ আছে যে কোণে অসমবর্তিত আলো আপতিত হলে প্রতিফলিত রশ্মি সমবর্তিত আলোতে পরিণত হয়। এ কোণকে ব্রীউস্টার কোণ বলে।


সমবর্তিত আলোক কাকে বলে?

উত্তরঃ একটি তলে কিংবা এর সমান্তরাল তলে কম্পমান আড় তরঙ্গ বিশিষ্ট আলোকে সমবর্তিত আলোক বলে।


চিড় কাকে বলে?

উত্তরঃ দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক ছোট এমন আয়তাকার সরু ছিদ্র পথকে চিড় বলে।


তরঙ্গমুখ কাকে বলে?

উত্তরঃ কোনো তরঙ্গের ওপর অবস্থিত সমদশাসম্পন্ন কণাগুলোর গতি পথকে তরঙ্গমুখ বলে।

Comments

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর