দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়?
দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায়?
দ্বিপদ নামকরণ বলতে দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিকে বোঝায়। এই নামকরণ ল্যাটিন বা ইংরেজি ভাষায় করা হয় এবং এর দুটি অংশ থাকে। একটি গণ এবং অপরটি প্রজাতি। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন।
Comments
Post a Comment