৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। পরিমাপ কী?
উত্তরঃ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ।
প্রশ্ন-২। SI এর পূর্ণরূপ কি?
উত্তরঃ SI এর পূর্ণরূপ হলো— International System of Unit।
প্রশ্ন-৩। কত সালে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়?
উত্তরঃ ১৯৬০ সালে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়।
প্রশ্ন-৪। ক্ষেত্রফলের একক যৌগিক একক ব্যাখ্যা করো।
উত্তরঃ যৌগিক একক দুই বা ততোধিক এককের সমন্বয়ে পাওয়া যায়। ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য এবং প্রস্থের এককের গুণফল। তাই ক্ষেত্রফলের একক যৌগিক একক।
প্রশ্ন-৫। সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তরঃ সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য হলো—
i. সিজিএস পদ্ধতি হলো পরিমাপের সনাতন পদ্ধতি আর এসআই পদ্ধতি হলো পরিমাপের আধুনিক পদ্ধতি।
ii. সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার কিন্তু এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার।
প্রশ্ন-৬। পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়?
উত্তরঃ পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য হলো এককের ব্যবহারে।
আমরা জানি, ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
আবার, আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
সুতরাং, ক্ষেত্রফল পরিমাপ করতে দৈর্ঘ্য ও প্রস্থের প্রয়োজন হয়, উচ্চতার প্রয়োজন হয় না কিন্তু আয়তন পরিমাপে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার প্রয়োজন হয়। ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করে আয়তন এবং আয়তনকে উচ্চতা দ্বারা ভাগ করে ক্ষেত্রফল পাওয়া যায়।
ক্ষেত্রফলের একক বর্গএকক এবং আয়তনের একক ঘনএকক।
😒
ReplyDeleteক্ষেত্রফলের একক বর্গএকক হয় কেন
ReplyDeleteদৈর্ঘের একক আর প্রস্থের একক একই দুটোকে গুন করলে যা পাওয়া যায় তা একটি বর্গ।
Delete