CFC কি? সিএফসি (CFC) এর ব্যবহার।

CFC এর পূর্ণরূপ হলো Chloro Flouro Carbon. যার বাণিজ্যিক নাম ফ্রিয়ন।


সিএফসি (CFC) এর ব্যবহার

CFC এর ব্যবহার নিচে তুলে ধরা হলো–
i. স্ফুটনাঙ্ক কম হওয়ায় বিভিন্ন ধরনের হিমকারক (AC, ফ্রিজ, রেফ্রিজারেটর প্রভৃতি) যন্ত্রে ব্যবহৃত হয়।
ii. তরল প্রসাধনীর স্প্রে হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়।
iii. কীটনাশক ও পোকামাকড় দমনের বিষাক্ত দ্রবণ তৈরিতে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়।
iv. ফোম জাতীয় পদার্থকে ফাঁপিয়ে তোলার কাজে ব্যবহার করা হয়।
v. ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কারের দ্রাবকরূপে ব্যবহার করা হয়।
vi. খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজেও এদের ব্যবহার করা হয়।

Comments

Post a Comment

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর