পদার্থ কাকে বলে? অবস্থা ও উৎপাদন ভেদে পদার্থ কত প্রকার কি কি?

যার ওজন আছে, যা জায়গা দখল করে, যা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় এবং যা বল প্রয়োগ করলে বাধা দেয় তাকে পদার্থ বলে।

অবস্থা ভেদে পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা-
১. কঠিন পদার্থ (Solid Matter)
২. তরল পদার্থ (Liquid Matter)
৩. বায়বীয় পদার্থ (Gaseous Matter)

Comments

Post a Comment

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?

৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর