ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট এর মধ্যে পার্থক্য কি?
ব্রডকাস্ট মােডে নেটওয়ার্কের যে কোনাে একটি নােড (যেমন : কম্পিউটার) থেকে ডেটা পাঠানো হলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নােডই গ্রহণ করে। চিত্রে A নােড থেকে কোনাে ডেটা পাঠানো হলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নােডই (B, C, D ও E কম্পিউটার) গ্রহণ করবে।
অপরদিকে, মাল্টিকাস্ট মােড অনেকটা ব্রডকাস্ট মােডের মতই। পার্থক্য শুধু এতটুকু যে, মাল্টিকাস্ট মােডে নেটওয়ার্কের কোনাে একটি নােড থেকে ডেটা পাঠানো হলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নােড গ্রহণ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে অথবা, যে সকল নােডকে অনুমতি দেয়া হবে তারা শুধু গ্রহণ করতে পারে।
Comments
Post a Comment