চুম্বক ও চৌম্বকত্ব কাকে বলে?
চুম্বক : যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য চুম্বক বা চৌম্বক পদার্থের ওপর বল প্রয়োগ করে তাকে চুম্বক বলে। সাধারণ অর্থে যেসব বস্তু লোহা, নিকেল প্রভৃতিকে আকর্ষণ করে সে সব বস্তুকে চুম্বক হিসেবে গণ্য করা হয়।
চৌম্বকত্ব : কোন চুম্বকের আকর্ষণী ও দিকনির্দেশক ধর্মকে এর চৌম্বকত্ব বলে। অন্য কথায় চুম্বকের শক্তিকে চৌম্বকত্ব বলে। চৌম্বকত্ব না থাকলে সে পদার্থকে চুম্বক হিসেবে গণ্য করা যায় না।
Comments
Post a Comment