সপ্তম শ্রেণির বিজ্ঞান : শব্দের কথা
প্রশ্ন-১। শব্দ কি?
উত্তর : শব্দ এক প্রকার শক্তি, যা কোন কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে জড় মাধ্যমের সাহায্যে আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জন্মায়। কম্পন ছাড়া শব্দের উৎপত্তি হতে পারে না আবার মাধ্যম ছাড়া তা ছড়িয়ে যেতেও পারে না। এজন্য যেখানে বাতাস প্রবেশ করতে পারে না সেখানে শব্দও প্রবেশ করতে পারে না।
প্রশ্ন-২। শব্দের বৈশিষ্ট্য কি কি?
উত্তর : শব্দের বৈশিষ্ট্যগুলো হলো–
১. শব্দ এক প্রকার শক্তি।
২. কম্পনশীল বস্তু থেকে শব্দ সৃষ্টি হয়।
৩. শব্দ স্থিতিস্থাপক জড় মাধ্যম অবলম্বন করে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে।
৪. শব্দের বিস্তারে মাধ্যমের স্থানচ্যুতি ঘটে না।
৫. শব্দ শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না।
প্রশ্ন-৩। সুশ্রাব্য শব্দ কী?
উত্তর : যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক সে শব্দই সুশ্রাব্য শব্দ।
প্রশ্ন-৪। কোন মাধ্যমে শব্দের বেগ বেশি?
উত্তর : কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি।
প্রশ্ন-৫। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ কত?
উত্তর : অ্যালুমিনিয়ামে শব্দের বেগ ৬৪২০ মিটার/সেকেন্ড।
প্রশ্ন-৬। শ্রাব্য শব্দ কাকে বলে?
উত্তর : যে শব্দের কম্পাঙ্ক ২০Hz থেকে ২০,০০০Hz এর মধ্যে তাকে শ্রাব্য শব্দ বলে।
প্রশ্ন-৭। বায়ুতে শব্দের বেগ কত?
উত্তর : বায়ুতে শব্দের বেগ ৩৪৩ মিটার/সেকেন্ড।
প্রশ্ন-৮। কম্পাঙ্ক প্রকাশের একক কী?
উত্তর : কম্পাঙ্ক প্রকাশের একক হার্টজ (Hz)।
প্রশ্ন-৯। কম্পাঙ্ক কী?
উত্তর : প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তা-ই ওই বস্তুর কম্পাঙ্ক।
প্রশ্ন-১০। শব্দদূষণ কী?
উত্তর : পরিবেশে যখন অতিরিক্ত ও অবাঞ্ছিত শব্দের আধিক্য থাকে, তখন তাকে শব্দদূষণ বলা হয়।
প্রশ্ন-১১। তরঙ্গ কী?
উত্তর : কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তা-ই তরঙ্গ।
প্রশ্ন-১২। শ্রাব্যতার সীমা কাকে বলে?
উত্তর : যে সীমার মধ্যে সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রাব্যতার সীমা বলে।
প্রশ্ন-১৩। শব্দের উৎস কী?
উত্তর : কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হলো শব্দের উৎস।
প্রশ্ন-১৪। শ্রুতি-পূর্ব শব্দ কাকে বলে?
উত্তর : ২০ হার্জের নিচের কম্পাঙ্কের শব্দকে শ্রুতি-পূর্ব শব্দ বলে।
প্রশ্ন-১৫। শ্রুতি-উত্তর শব্দ কাকে বলে?
উত্তর : ২০,০০০ হার্জের ওপরের কম্পাঙ্কের শব্দকে শ্রুতি-উত্তর শব্দ বলে।
প্রশ্ন-১৬। শব্দের বেগ কী?
উত্তর : প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাই শব্দের বেগ।
প্রশ্ন-১৭। প্রতিধ্বনি কী?
উত্তর : প্রতিধ্বনি হচ্ছে প্রতিফলনের দরুন ধ্বনির পুনরাবৃত্তি।
প্রশ্ন-১৮। শব্দ সঞ্চালন কী?
উত্তর : শব্দ সঞ্চালন হলো শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত।
প্রশ্ন-১৯। শব্দ সৃষ্টির কারণ কী?
উত্তর : শব্দ সৃষ্টির কারণ বস্তুর কম্পন।
প্রশ্ন-২০। পানিতে শব্দের বেগ কত?
উত্তর : পরিষ্কার পানিতে শব্দের বেগ ১৪৪০ মিটার/সেকেন্ড। সমুদ্রের পানিতে শব্দের বেগ ১৫০০ মিটার/সেকেন্ড।
Comments
Post a Comment