এক্সরে (X-ray) কি? রোগ নির্ণয় ও চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার
এক্সরে (X-ray) হলো এক ধরনের অদৃশ্যমান তাড়িত চৌম্বক বিকিরণ। এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য 10-10 m এর কাছাকাছি। রোগ নির্ণয় ও চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার নিচে দেওয়া হলো–
- স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি নির্ণয়ে এক্সরে ব্যবহৃত হয়।
- মুখমণ্ডলের যেকোনো ধরনের রোগ নির্ণয়ে এক্সরের ব্যবহার অনেক যেমন– দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরে ব্যবহৃত হয়।
- পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়।
- এক্সরের সাহায্যে পিত্তথলি ও কিডনির পাথরকে সনাক্ত করা যায়।
- বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন– নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়।
- এক্সরে ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে। রেডিওথেরাপি প্রয়োগ করে ক্যান্সারের চিকিৎসা শুরু যায়।
Comments
Post a Comment