নাইট্রোজেন (Nitrogen) চক্র কাকে বলে?

প্রকৃতিতে বায়ুস্থ নাইট্রোজেন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিভিন্ন যৌগে পরিণত হয় এবং সেসব যৌগ মাটিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে। এ রুপান্তর প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলে। এ নাইট্রোজেন চক্র হলো বায়ুমণ্ডল ও মাটির মধ্যে নাইট্রোজেন যৌগের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার একটি গতিশীল সাম্যাবস্থা মাত্র।

Comments

Popular posts from this blog

ব্যান্ডউইথ কাকে বলে? কত প্রকার ও কী কী?

ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি?